প্রকাশিত: Mon, Jul 3, 2023 9:37 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:51 AM

[১]পালাবার পথ পাবে না আওয়ামী লীগ: মির্জা ফখরুল

সালেহ্ বিপ্লব: [২] বিএনপি মহাসচিব বলেছেন, সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দিলে আওয়ামী লীগ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। 

[৩] তিনি বলেন, কথা খুব স্পষ্ট। অবিলম্বে পদত্যাগ করেন এবং সংসদ বিলুপ্ত করেন। যত দিন যাবে ততই দেশের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, ততই গণতন্ত্রের ক্ষতি হবে।

[৪] ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তারা নতুন নির্বাচন কমিশন করে নির্বাচন করবে, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নাই। সুতরাং যত দ্রুত পারেন ওই জায়গায় যান। কারণ, এর আগে বলেছি, সময় আর নাই, সময় শেষ হয়ে গেছে।

[৫] গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা করে নৌকায় ভোট চেয়ে যে বক্তব্য রেখেছেন, তাতে প্রতিক্রিয়া জানান ফখরুল। তিনি বলেন, মানুষ আর ভাঙা নৌকায় উঠবে না।

[৬] বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, সেই নির্বাচনে তারা ভোট দিতে চায়। সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। এটা প্রমাণিত হয়ে গেছে যে, হাসিনা সরকারে থাকলে কোনো নির্বাচনই সুষ্ঠু, অবাধ ও  গ্রহণযোগ্য হবে না।

[৭] গত এক মাসে বিএনপির ৩৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তাহলে বুঝতে পারছেন তারা কী করতে যাচ্ছে। 

[৮] ছাত্রদলের সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। সম্পাদনা: তারিক আল বান্না